• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

কারাবন্দি ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়ে ইয়াবা সরবরাহের সময় কাঞ্চি রানী নামের এক নারী দর্শনার্থীকে হাতে নাতে আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ আগস্ট ২০২৩

মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়ে ইয়াবা সরবরাহের সময় কাঞ্চি রানী (৩২) নামের এক নারী দর্শনার্থীকে হাতে নাতে আটক করেছে কারা কর্তৃপক্ষ।আটক কাঞ্চি রানীর স্বামীর নাম খগন চন্দ্র,সে রাজধানীর নাখালপাড়া পেপসি গলি এলাকার বাসিন্দা।
বুধবার(২ আগষ্ট ) সকাল ১১টায় কেন্দ্রীয় কারাগারের দর্শনার্থীদের রুমের ভেতর থেকে তাকে আটক করা হয়।
কারা সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে কাঞ্চি রানী মাদক মামলায় আটক তার ভাই সজীব চন্দ্রকে দেখতে কারাগারে আসে। দর্শনার্থী টিকেট কেটে সাক্ষাৎ ভবনের ১ম তলার রুমে যাবার পরে সে গ্রিলের ভেতর দিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেট কারাবন্দি ভাইয়ের হাতে দিতে গেলে কর্তব্যরত কারারক্ষী মোঃ ইস্পাহানি (কারারক্ষী নং ১৩৫৩৮) তাকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে একজন মহিলা কারারক্ষী তাকে আটক করে রিজার্ভ গার্ড রুমে নিয়ে যায়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দর্শনার্থীদের রুমের ভেতর ইয়াবা সাপ্লাইকালে এক মহিলাকে আটক করা হয়েছে। তার সাথে একজন পুরুষ দর্শনার্থী রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads